রামেকের করোনা ইউনিটে ১২ দিনে ৮০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১২ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। রবিবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর দুই, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৭ জন। ২৪০ শয্যার বিপরীতে মোট ১৩৭ জন রোগী আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৭ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। 

বর্তমানে রামেকের করোনা ইউনিটে রাজশাহীর ৬৫, চাঁপাইনবাবগঞ্জের ১৫, নাটোরের ১৫, নওগাঁর ১৩, পাবনার ১৬, কুষ্টিয়ার ছয়, চুয়াডাঙ্গার পাঁচ ও জয়পুরহাটের একজন ভর্তি রয়েছেন।