রামেকের করোনা ইউনিটে ১৬ দিনে ১০৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে ছয়জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে রামেকের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
 
তিনি জানান, ২৪০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২২ জন ভর্তি আছেন। করোনা নিয়ে ভর্তি ৪২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি ৫৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে নয় জনের। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৫৮ জনের। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।