হাটে টোল বেশি নেওয়ায় লাখ টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ার প্রাচীন ধাপ সুলতানগঞ্জ হাটে গবাদি পশু কেনাবেচায় সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায় করায় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টোল আদায়কারী আমজাদ হোসেন ও মোখলেছুর রহমানকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাটটিতে গবাদিপশু কেনাবেচায় সরকার নির্ধারিত টোলের বেশি আদায় করা হচ্ছিল। এ নিয়ে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত সত্যতা পেলে টোল আদায়কারী আমজাদ হোসেন ও মোখলেছুর রহমানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে ইজারাদার জরিমানার টাকা পরিশোধ করেছেন।

ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে।