৪ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনা-রাজশাহী রুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রবিবার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে ‘ঢালারচর এক্সপ্রেস’। সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী ট্রেনটি পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। 

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক করে। চার ঘণ্টা বিলম্বে ট্রেনটি চলাচল করছে বলে জানান তিনি।