রামেকের করোনা ইউনিটে ২৮ দিনে ১৬০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে মোট ১৬০ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর পাঁচজন ও বগুড়ার একজন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর একজন করোনায় আক্রান্ত ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্র পেয়েছেন ১৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১১১ জন ভর্তি ছিলেন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।

আগের দিন সোমবার রাজশাহী জেলার মোট ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। সংক্রমণের হার ৫ দশমিক ৭৩ শতাংশ।