চুল কাটার ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকরা প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থানকালে ফটকে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

তবে ভেতরে থাকা উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত আব্দুল লতিফ বলেন, ‘আমরা প্রশাসনিক ভবনের ভেতরে আছি, কিন্তু এমনটা (তালা ঝুলানো) হয়েছে কি-না জানি না।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসনাত বলেন, ‘আমাদের আমরণ অনশন চলছে। এ সময় শিক্ষকরা এসে আমাদের দাবি না মেনে অনশন স্থগিত করতে বললে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাইরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।’

আরও পড়ুন: চুল কেটে দেওয়া শিক্ষিকার বহিষ্কার দাবিতে অনশনে অসুস্থ ৪

এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, ‘আমাদের কয়েকজন শিক্ষক তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু তারা ছেলেমানুষি করছে। প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে কি-না জানি না।’

বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) ভেতরে সিন্ডিকেট সদস্যদের সভা চলছে।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে পদ থেকে বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ওই শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।