র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেফতার

নাটোরের সিংড়ায় র‍্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে টিপু সুলতান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব। টিপু সুলতান সিংড়া উপজেলার বিলদহরের মহসিন আলী প্রামাণিকের ছেলে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার নাটোর র‌্যাব ক্যাম্পে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি দাবি করেন, একজন অজ্ঞাত ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে ফোনে ভয়ভীতি দেখিয়ে তার কাছে অর্থ দাবি করেছে। 

অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া থানার বিলদহর বাজারে মঙ্গলবার রাতে অভিযান চালায় একদল র‍্যাব সদস্য। এ সময় টিপুকে আটক করা হয়। সিংড়া থানায় এ নিয়ে একটি মামলা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বিলদহর বাজারে একটি কসমেটিক সামগ্রী বিক্রির দোকান আছে টিপুর। এ ছাড়া অনেক দিন ধরে তিনি সুদে টাকা ধার দেওয়ার ব্যবসায় জড়িত।