মাদকসেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা

বগুড়ার ধুনটে স্বামীকে মাদকসেবনে বাধা দেওয়ায় রেহেনা আকতার (১৮) নামের এক নববধূকে মারধরের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনার পরপরই হত্যায় জড়িত সন্দেহে মাদকাসক্ত স্বামী আলিফ হাসানকে (২২) আটক করেছে। নিহতের বাবা শনিবার (১৬ অক্টোবর) সকালে ধুনট থানায় মেয়ের জামাই ও শ্বশুরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর আটক আলিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার স্বামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ, মামলার এজাহার ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, নির্মাণশ্রমিক আলিফ হাসান বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। প্রায় দুই মাস আগে একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রেহেনা আকতারকে বিয়ে করেন। প্রায়ই মাদকসেবন করে বাড়ি ফিরতেন আলিফ। এ নিয়ে রেহেনার সঙ্গে তার ঝগড়া শুরু হয়। মাদকসেবন নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ আলিফ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে করে স্ত্রীকে হত্যা করেন। পরে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার চালিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন। প্রতিবেশীদের সন্দেহ হলে দাফনে বাধা ও আলিফকে আটকে রাখেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ও স্বামী আলিফ হাসানকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তার বাবা মঞ্জুরুল হক বাড়ি থেকে পালিয়ে যান।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক জানান, নিহত রেহেনার গলায় দাগ রয়েছে। মাদকসেবন নিয়ে
স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। এ নিয়ে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ হত্যার দায় স্বীকার করেন। শনিবার বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালত হাজির করা হয়। অপর আসামি শ্বশুর মঞ্জুরুল হককে গ্রেফতারের চেষ্টা চলছে।