শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকার বিষয়ে বিকালে সিদ্ধান্ত

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা হচ্ছে বৃহস্পতিবার (২১ অক্টোবর)। পাঁচ সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিকালে সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিডিও প্রকাশ: কাঁচি হাতে চুল কাটার অপেক্ষায় সেই শিক্ষিকা

এদিকে দুই দফা সময় নেওয়ার পর দুপুরে তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের। তবে তিনি তদন্ত কমিটির কাছে বক্তব্য না দিলেও প্রতিবেদন জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।

‘চুল কাটা ছাত্রদের চিনি না’ বলায় ফের উত্তপ্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বলেন, ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় তদন্ত কমিটি ডাকার পরেও না এসে সময় প্রার্থনা করেন। প্রথমে তাকে সময় দেওয়ার সিদ্ধান্ত ছিল না। তবে তিনি বার বার ই-মেইলে সময় আবেদন করায় দুই সপ্তাহ সময় দিয়ে বৃহস্পতিবার বক্তব্য উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, তবে তিনি যদি নাও আসেন, তবু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়াও আজ সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। 

তিন পদ থেকে সরে দাঁড়ালেন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকা 

বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রেজারার আব্দুল লতিফ বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পরে সিন্ডিকেট সভায় সদস্যদের সামনে প্রতিবেদন খোলা হবে। আশা করি তদন্ত কমিটি সবকিছু বিবেচনা করেই তদন্ত প্রতিবেদন জমা দেবেন। কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।