ভ্যানভর্তি সরকারি চাল রেখে ইউপি সদস্যের দৌড়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় লুঙ্গি ও জুতা ফেলে এক ইউপি সদস্য পালিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, হতদরিদ্রদের জন্য দেওয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে রাতের আঁধারে নিয়ে যাচ্ছিলেন ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফি। 

বুধবার (২০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় দুই সাংবাদিক চাল বোঝাই ভ্যান আটকে পুলিশে খবর দেন। এ সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম স্থানীয় জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ জনতার ভয়ে পরনের লুঙ্গি ও জুতা রেখে পালিয়ে যান তিনি।  

জনতার ধাওয়ায় পালান ইউপি সদস্য শফিকুল ইসলামউল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ কেজি সরকারি চাল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।