আর্থিক ক্ষমতা পেলেন দুপচাঁচিয়ার ভারপ্রাপ্ত মেয়র

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইদ্রিস আলীকে আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে পৌরসভার অর্থ সংক্রান্ত অচলাবস্থার অবসান হওয়ায় পৌরবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-১ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র জাহাঙ্গীর আলমকে গত বছরের ২৭ অক্টোবর সাময়িক বহিষ্কার করা হয়। এরপর ১ নম্বর প্যানেল মেয়র ইদ্রিস আলীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আর্থিক লেনদের ক্ষমতা না থাকায় তিনি গত এক বছরে কোনও কাজ
করতে পারছিলেন না। কিছু দিন আগে আর্থিক ক্ষমতা চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার এক চিঠিতে তাকে আর্থিক ক্ষমতা দেয় স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪০ উপধারা (৩) অনুযায়ী মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল মেয়র-১ ইদ্রিস আলীকে প্রশাসনিক ও দাফতরিক কাজের সুবিধার্থে আর্থিক ক্ষমতা দেওয়া হলো।