ধান কাটতে যাওয়ার পথে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক উল্টে ধান কাটার দুই শ্রমিক নিহত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জামিরতা আঞ্চলিক সড়কের পারজামিরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাকে করে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পারজামিরতা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন মারাত্মক আহত হন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।