দেরিতে প্রশ্নপত্র সরবরাহ করায় দুই শিক্ষককে অব্যাহতি

বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে নির্দিষ্ট সময়ের পরে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করায় দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন—লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান সাবু চৌধুরী ও সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুবক্কর সিদ্দিক।

ইউএনও জানান, বড় কক্ষে পরীক্ষার্থী বেশি হওয়ায় প্রশ্নপত্র দিতে তিন মিনিট বিলম্ব হয়। তবে ওইসব শিক্ষার্থী ১৫ মিনিট পর খাতা জমা দিয়েছে। এরপরও দায়িত্ব অবহেলায় দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই কক্ষের শিক্ষার্থীদের দুটি কক্ষে পরীক্ষা নিতে বলা হয়েছে।

জানা গেছে, মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষে বালুয়াহাট উচ্চ বিদ্যালয়, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। ওই কক্ষে সাবু চৌধুরী ও আবুবক্কর সিদ্দিক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। পরীক্ষার্থী বেশি হওয়ায় নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণে কিছু সময় বিলম্ব হয়। তাই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর খাতা জমা দেয়। পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী তাদের ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করে কান্নাকাটি করে। তারা দুই পরিদর্শকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলে। এ সময় কেন্দ্র সচিব মতিয়ার রহমান তাদের শান্তনা দেন।

সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব জানান, একটি কক্ষে পরীক্ষার্থীদের প্রশ্ন দিতে দেরি হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।