৬ বছর ছিলেন পলাতক, বিয়ের পরদিন গ্রেফতার

ছয় বছর আগে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতেন মাসুম। ওই সময় বসবাস করতেন নারায়ণগঞ্জে। তখন নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় ছয় বছর পলাতক ছিলেন। অবশেষে বিয়ের পরদিন গ্রেফতার হলেন।

গ্রেফতার মাসুম বিল্লাহ (২৭) নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকার আবুবক্কর সিদ্দিকের ছেলে। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ছয় বছর আগে আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে দ্রুত বিচার আইনে মাসুম বিল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করেন নারায়ণগঞ্জের আদালত। তখন থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন। গত শুক্রবার বাড়ি ফিরে বিয়ে করেন। খবর পেয়ে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে তাকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।