সিরাজগঞ্জে সংঘর্ষ, জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। 

গ্রেফতারকৃতরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশদেুল হাসান রঞ্জন, কর্মী রেজাউল করিম ও ইমন বাশার।

ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেফতারকৃতরা ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। রবিবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

গত বৃহস্পতবিার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জন নেতাকর্মী আহত হন। 

এ ঘটনায় নাম উল্লেখ ও অজ্ঞাতসহ বিএনপির প্রায় সাড়ে ৭০০ নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। অপর মামলাটি করেছেন জেলা আওয়ামী লীগের এক কর্মী।