নোয়াখালীতে ভোটকেন্দ্রে গাঁজাসহ যুবক আটক

নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে ফাহাদ বিন ইকবাল (১৮) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ইসলামীয়া রোডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ। ফাহাদের বাড়ি ওই ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামে। 

কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক সবুজ চন্দ্র পাল জানান, কেন্দ্রের ভেতর ঘোরাঘুরি করায় সন্দেহ হয়। পরে তল্লাশি করে ফাহাদকে গাঁজাসহ আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে গাঁজা পরিমাপ করা যায়নি। তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত যুবক থানা হেফাজতে রয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩৭ হাজার ৪০১ জন এবং নারী ৩৮ হাজার ৩২৫ জন।