দুই পক্ষের সংঘর্ষে এজলাসে তালা, আইনজীবীদের আদালত বর্জন

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আদালতের এজলাসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালত বর্জন করে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না বলেন, গত ১৩ জানুয়ারি দুপুরে অ্যাডভোকেট আবুল কালামের কাছে ঘুষ দাবি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলী। এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ কারণে আজ সকালে আদালত ও বিভিন্ন অফিস কক্ষসহ সকল এজলাসে তালা লাগানো হয়েছে। এ ছাড়া অ্যাডভোকেট আবুল কালামের বিরুদ্ধে শাস্তির দাবিতে মিছিল বের করা হয়।

কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

তিনি আরও বলেন, কোর্ট ও বিভিন্ন অফিস কক্ষসহ সকল এজলাসে তালা লাগিয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা কোর্ট প্রাঙ্গণে ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবি এবং যতক্ষণ আমাদের দাবি মানা না হয় ততক্ষণ জেলা জজের সঙ্গে সাক্ষাৎ ও কোর্টের কার্যক্রম বর্জন করলাম। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান রানা (পিপি), জেলা আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমীন বাবু, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, অ্যাডভোকেট আশিকে খোদা টুটুল, অ্যাডভোকেট সেলিনা বেগম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।