নাতির জন্য মোজা আনতে বলায় ছেলের মারধরে বাবা নিহত

রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাদেক আলী (৬০)। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে মুরাদ আলী (৩২)।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ছেলে মুরাদ আলী পরিবারের ভরণপোষণ ঠিকমতো দিতেন না। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে বাবা সাদেক আলী ছেলে মুরাদকে নাতির জন্য পায়ের মোজা আনতে বলেন। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে মুরাদ বাবা সাদেক আলীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এতে সাদেক আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকালে মারা যান তিনি। তবে ঘটনার পর থেকে মুরাদ আলী পলাতক।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রামেক হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।