ডা. ফজলুল বারীর বগুড়ার বাড়িতে শোকের ছায়া

ড. ফজলুল বারী মিঠু ও তার পরিবার 

কুমিল্লার দাউদকান্দির টামটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার গভীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় মানসিক রোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী মিঠুসহ পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় বগুড়া সদরের খামারকান্দি গ্রামে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনেরা আছেন লাশের অপেক্ষায়। নিহত চিকিৎসকের বন্ধু রেজাউল করিম রয়েল জানান, ডা. মিঠু বগুড়া সদরের খামারকান্দি গ্রামের বাসিন্দা ও রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন ফটুর ছেলে। তিনি জাতীয় মানসিক রোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন।

বুধবার সকাল ৯টায় বগুড়া শহরের নারুলী স্কুল মাঠে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে খামারকান্দি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশগুলো দাফন করা হবে।

সোমবার গভীর রাতে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি ডা. ফজলুল বারী নিজে প্রাইভেট কার চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন। রাত আড়াইটার দিকে দাউদকান্দির টামটা এলাকার পৌঁছুলে ইউনিক পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ ঘটে।

ডা. ফজলুল বারী চৌধুরী মিঠু(৪৫) ছাড়াও অপর নিহতেরা স্ত্রী আসমাউল হুসনা (৩৪), বড় মেয়ে ফাহমিদা ফাইরুজ(১১) ও গৃহকর্মী সীমা খাতুন (২১)। আহত মেয়ে ফাইজা (৮) ও ছেলে পূর্ণকে (৪) স্থানীয় ইলিয়টগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এইচকে/