সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। ক্রয় ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য দেওয়া হচ্ছে।   

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।