দই বিক্রিতে পাতিলের ওজনই ৭৪৪ গ্রাম

দই বিক্রিতে ওজনে কম দিয়ে প্রতারণা করায় পাবনার লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৭ এপ্রিল) অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ওজন কম দেওয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণ হয়।

অধিদফতর সূত্র জানায়, পাবনার বিভিন্ন মিষ্টির দোকানে পাতিল বা খুঁটিতে কারসাজি করে দইয়ের ওজনে প্রতারণা করা হয়। বিষয়টি তদন্তে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে গিয়ে দেখা যায়, দইয়ের পাতিলের ওজন ৭৪৪ গ্রাম। তবে এক কেজি দই বিক্রির ক্ষেত্রে পাতিলের ওজন ৩০০ গ্রাম ধরে বিক্রি করছে তারা। এমন প্রতারণা করায় দোকান মালিককে সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে শহরের জনপ্রিয় টাক্কু বাবুর্চির দোকানে অভিযান চালিয়ে বোরহানির লেবেলে উৎপাদন, মেয়াদ তারিখ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, জেলায় পণ্য বিপণনে কারসাজি প্রতিরোধে ভোক্তাদের যেকোনও অভিযোগ তদন্ত ও ব্যবস্থা নিতে কাজ করছে অধিদফতর। পণ্য ক্রয়ে প্রতারণার শিকার হলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহবান জানান তিনি।