গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জের মহাসড়কে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে যানজট থাকলেও রাতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। 

সূত্র জানায়, সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ হয়ে নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে জেলা পুলিশের তৎপরতায় চালাচল স্বাভাবিক হয়েছে‌। 

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদে ঘরফেরা মানুষের চাপ বাড়ায় সকাল থেকে মহাসড়কে কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে যানজট দেখা দেয়। তবে সন্ধ্যার পর থেকে মহাসড়ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, সড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। নলকা সেতুর পূর্বপাশে সকালে কিছুটা যানজট ছিল। তবে সকাল ১১টার মধ্যে তা স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর থেকে মহাসড়কে কোনও যানজট বা ধীরগতি নেই বলে জানান তিনি।