ভাত খাওয়াতে ডেকে শিশুকে হত্যা, চাচি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিশুহত্যার অভিযোগে রিমা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) তাকে গ্রেফতার করা হয়।

রিমা খাতুন পাঁচবিবি উপজেলার রশিদপুর সাতানা গ্রামের মেফতাউলের স্ত্রী। নিহত শিশু আব্দুল্লাহ আল লাবিব (৪) একই এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রশিদপুর সাতানা গ্রামে চাচা জামাল শিশুটিকে দোকানে নিয়ে গিয়ে কেক খাওয়ান। এরপর আরেক চাচা মেফতাউলের স্ত্রী রিমা খাতুন ভাত খাওয়ানোর কথা বলে তাকে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর আরেক চাচি খাদিজা খুঁজতে গেলে রিমা জানান, লাবিব ঘুমিয়েছে। কম্বলে ঢাকা অবস্থায় তাকে কোলে তুলে নেন খাদিজা। এ সময় তিনি শিশুটিকে নিস্তেজ-নিষ্প্রাণ দেখে ডাক-চিৎকার করেন। পরে স্থানীয়রা পাঁচবিবির মহীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশুটির বাবা জহুরুল ইসলাম একজনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন। পরে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।