গুদামে ৩১ হাজার লিটার তেল, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় গুদামে অবৈধভাবে ৩১ হাজার আট লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মে) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন হাটখোলা রোডে অভিযান চালিয়ে ব্যবসায়ী আনোয়ার হোসেন ফকিরকে জরিমানা করেন।

জানা গেছে, হাটখোলা রোডে আনোয়ার হোসেনের মেসার্স ফকির ওয়েল মিল রয়েছে। ওই মিলের গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করা হয়। গোপনে এমন খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে সাবরিনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে মিলের গুদামে অবৈধভাবে মজুত ১৫২ ড্রামে থাকা ৩১ হাজার আট লিটার সয়াবিন তেল পাওয়া যায়। তখন আদালত মালিক আনোয়ার হোসেন ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, ওই ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করলেও তার সরকার নির্ধারিত দরের অধিক দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়নি। তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তথ্য গোপন করায় শুধু তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অবৈধ মজুত ও উচ্চ দরে বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়েছে।