সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার



রাজশাহী নগরীতে সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। শুক্রবার (১৩ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রবিউল আলম।’

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে নগরীর আলুপট্টি মোড় টিএফসি রেস্টুরেন্ট থেকে প্রতারক মো. রবিউল আওয়ালকে (২৭) গ্রেফতার করা হয়।
   
তিনি আরও বলেন, এক নারী লেখাপড়া শেষ করে চাকরির খোঁজ করছিলেন। এরমধ্যে নগরীর আরডিএ মার্কেটে ওই নারীর সঙ্গে আসামি রবিউল আওয়ালের পরিচয় হয়। সে বগুড়া ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কর্নেল হিসেবে কর্মরত আছেন বলে ওই নারীকে জানান। সেখানে তাদের মধ্যে মোবাইলনম্বর আদান প্রদান হয়। রবিউল ওই নারীকে শিক্ষাগত যোগ্যতার সনদসহ চার লাখ টাকা প্রস্তুত রাখতে বলেন। পরে একটি ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয় রবিউল।

এ ঘটনায় ওই নারী রাজশাহী নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) লিখিতভাবে অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ।