নাম পাল্টে ভোলা হয়ে গেলেন মাসুদ, পালিয়ে ছিলেন ১৪ বছর

নাম-ঠিকানা গোপন করে ১৪ বছর পালিয়ে থাকা বগুড়ার হত্যা মামলার আসামি ভোলা ওরফে মাসুদকে (৪৮) নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদমদীঘি থানা পুলিশ রবিবার (১৫ মে) রাতে গ্রেফতারি পরোয়ানামূলে তাকে পার্শ্ববর্তী নওগাঁ সদরের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধ থেকে গ্রেফতার করে।

সোমবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার ভোলা বগুড়ার আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের অকিম উদ্দিনের ছেলে। ২০০৩ সালে সান্তাহার চা বাগানে একটি হত্যা ও চুরি মামলার আসামি তিনি। গ্রেফতার হওয়ার পর পাঁচ বছর বগুড়া কারাগারে ছিলেন। ২০০৮ সালে আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আত্মগোপন করেন। হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ভোলা নিজেকে মাসুদ নামে পরিচয় দেন। তিনি পরিচয় গোপন করে নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়িবাঁধে টিনশেড ঘর নির্মাণ করেন। সেখানে প্রায় ১৪ বছর স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। রবিবার রাত ১১টার দিকে ওই বাঁধের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।