২ বন্ধুর পর প্রাণ গেলো আরেকজনের

বগুড়ার কাহালুতে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) রাতে উপজেলার বারমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদরের শিকারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. আবদুল্লাহ (২৫), মঙ্গলপুর গ্রামের হবিবর সাকিদারের ছেলে মোটরসাইকেল মেকানিক সাগর হোসেন সাকিদার (২৮) ও কদমতলি গ্রামের জামানের ছেলে সৈকত হোসেন সাকিদার (২২)। তারা তিনজনই বন্ধু।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত সাগর, সৈকত ও আবদুল্লাহ শুক্রবার মোটরসাইকেলে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বেড়াতে আসেন। দিনভর বেড়ানো শেষে রাত ৯টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছান। এ সময় তারা একটি ধানবোঝাই ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লেগে তিন জন সড়কে পড়ে যান। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনকে পিষ্ট করে সড়কে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই সৈকত মারা যান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গুরুতর আহত আবদুল্লাহ ও সাগরকে উদ্ধার করেন। তাদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পরপরই আবদুল্লাহ মারা মারা যান। চিকিৎসকরা গুরুতর আহত সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ ও কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে কাহালু, দুপচাঁচিয়া ও সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।