ইমো আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিতো তারা

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় জোতগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে ইমো আইডি হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ মে) ভোরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি উপজেলার হাজীপাড়া, মনিহারপুর, মোহরকয়া, মহারাজপুর ও বাকনাই গ্রামে।

তারা হলেন- সাহেব ইসলাম (২১), শাকিল (২২), সাহাবুল ইসলাম (৩৫), রুবেল (৩০), রবিউল ইসলাম (৪২), চন্দন কুমার (২৩), সিরাজুল ইসলাম (৩২), আশরাফুল ইসলাম (২৫) ও রাজু হোসেন (১৭)। 

রবিবার (২২ মে) বিকালে নাটোর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘তারা দীর্ঘদিন থেকেই ইমো আইডি হ্যাক করার পর কণ্ঠ পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন করতো। এরপর প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কৌশলে অর্থ আদায় করতো। অভিযান চালিয়ে লালপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তবে ৩/৪ জন পালিয়ে গেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরস্পরের সহায়তায় দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ইমো আইডি হ্যাক করে নারী-পুরুষের ছদ্মবেশে প্রতারণার মাধ্যমে কৌশলে অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে লালপুর থানায় মামলা হয়েছে।’