২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান (৩৫) জয়পুরহাট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। বুধবার (২৫) মে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি মোস্তাফিজুর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করে জয়পুরহাট র‍্যাব-৫। পরে র‍্যাব-৫-এর জেসিও আবু জাফর বাদী হয়ে পর দিন ৮ এপ্রিল ক্ষেতলাল থানায় মামলা করেন। পরে ওই থানার এসআই আশরাফুল ইসলাম মামলাটি তদন্ত করে একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর চলতি বছরের ১৯ মে দুজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র ও ম্যাগাজিন রাখার দায়ে জয়পুরহাটের কালাই উপজেলার তালুকদার পাড়া গ্রামের চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজনকে (৪০) যাবজ্জীবন এবং গুলি রাখার দায়ে মোস্তাফিজুর রহমানকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার দিন আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা বলেন, রায় ঘোষণার দিন আসামি মোস্তাফিজুর রহমান অনুপস্থিত ছিন। আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।