জয়পুরহাটে ২ নারীর লাশ উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার কালাই উপজেলার দুধাইল গ্রামে নিজ ঘর থেকে  শিপন বেগম (৪২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। অপর ঘটনায় ক্ষেতলাল উপজেলার শিবপুরে সেপটিক ট্যাংকি থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

গৃহবধূ শিপন বেগম ওই গ্রামের তোজাম হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের মা। এ ঘটনায় পুলিশ তার স্বামী ও ছেলে এবং দুই প্রতিবেশীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিপন বেগম তার আট বছরের ছোট ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ৩টার দিকে মাকে হত্যা করছে বলে চিৎকার করে ছেলে। সে সময় প্রতিবেশী এবং ওই গৃহবধূর ছোট ভাই শাহজাহান আলী সেখানে গিয়ে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত শিপন বেগমের চাচাতো ভাই ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, ‘বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত চাকু জব্দ করা হয়েছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এ ঘটনার তদন্ত চলছে।

অপরদিকে, ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান, উপজেলার শিবপুর গ্রামে সেপটিক ট্যাংকি থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে সিআইডি টিম এসে মরদেহের সুরতহাল করবে।