মুরগির বাচ্চা খেয়ে ফেলায় প্রতিবেশীর কুকুরকে গলাকেটে হত্যা


বগুড়ার শিবগঞ্জে মুরগির বাচ্চা খাওয়ার অপরাধে ইছাহাক আলী ইছের নামে এক ব্যক্তি প্রতিবেশীর কুকুরকে গলাকেটে হত্যার পর ছয় টুকরো করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৫ মে উপজেলার বিহার ইউনিয়নের পনেরটিকা গ্রামে তিনতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নৃশংস এ ঘটনায় স্থানীয়ভাবে কোনও প্রতিকার না  কুকুরের মালিক মুক্তি আকতার রবিবার (২৯ মে) রাতে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (৩০ মে) বিকালে থানার পরিদর্শক (তদন্ত) হাসমতউল্লাহ এ তথ্য জানান। 

তিনি বলেন, অবুঝ প্রাণিকে গলাকেটে হত্যা ও টুকরো করা অমানবিক কাজ। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পনেরটিকা গ্রামের রেজাউল করিমের স্ত্রী মুক্তি আকতারের সঙ্গে প্রতিবেশী ইছাহাক আলী ইছেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মুক্তি আকতারের বাড়িতে একজোড়া কুকুর রয়েছে। সম্প্রতি এরদর একটি তিনটি বাচ্চা প্রসব করে। একটি কুকুর সম্প্রতি ইছেরের মুরগির তিনটি বাচ্চা খেয়ে ফেলে। এতে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। গত ২৫ মে বেলা ২টার দিকে ‘শেরখান’ নামে ওই কুকুরটিকে নির্মমভাবে মারপিট করার পর গলাকেটে হত্যা করেন ইছের। এরপর ছয় টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। এ ঘটনায় গ্রামবাসীর কাছে নালিশ করেও প্রতিকার মেলেনি। 

কুকুর হত্যার কারণ জানতে চাইলে ইছের বলেন, মুরগির তিনটি বাচ্চা খেয়ে ফেলেছে। সবসময় ঘেউঘেউ করায় ঘুমাতে সমস্যা হয়। মাঝেমধ্যে কুকুরগুলো আক্রমণও করে। এসব কারণে তিনি এ কাজ করেছেন।