গুদামে হাজার মেট্রিক টন ধান, জরিমানা দেড় লাখ

নাটোরের সিংড়া উপজেলায় তিন গুদামে অবৈধভাবে এক হাজার মেট্রিক টন ধান মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে উপজেলার কলম বাজারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, নাটোর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান শিকদার উপস্থিত ছিলেন।

আল ইমরান জানান, দুপুরে কলম বাজারে মেসার্স এন মানি অ্যান্ড ব্রাদার্সের গুদামে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মালিক নিরেন্দ্রনাথ মানী তিনটি গুদামে অবৈধভাবে প্রায় এক হাজার মেট্রিক টন ধান মজুদ কৃত্রিম সংট সৃষ্টি করতে চেয়েছিলেন। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ জানান, ওই মজুতদারের কোনও ধরনের খুচরা, পাইকারি ও আমদানির লাইসেন্স নাই। অথচ তিনটি গুদামে অবৈধভাবে ওই ধান মজুত করেন তিনি। জরিমানার টাকা আদায় শেষে তিন দিনের মধ্যে সব ধান বিক্রি করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।