মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

নওগাঁয় মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো—চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) এবং একই গ্রামের আমির হোসেনের ছেলে বাবু হোসেন (২০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ আগস্ট মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২২৫ গ্রাম হেরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর দিকে আসছিল জুয়েল ও বুাবু। নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া নামক স্থানে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টহল দল মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। এরপর মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে তারা। পরে ধাওয়া করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল্লাহেল বাকী ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাহার আলী। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুর রাজ্জাক।