দেশি চাল ভারতীয় বলে বিক্রি, ৮০ হাজার জরিমানা

রাজশাহীতে ভারতীয় মোড়কে দেশি চাল বিক্রি, ওজনে পণ্য কম দেওয়া ও দোকানে মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) জেলার গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ীহাট এলাকায় কামাল অটোরাইস মিলের মালিক কামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভারতীয় মোড়কে দেশি চাল বিক্রি ও মোড়কজাত চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযান চালানো হয়। 

অপরদিকে, ওজনে কারচুপি করায় নগরীর খড়খড়ে এলাকায় শাহমখদুম মর্ডান রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

৫০ কেজির চার হাজার ১০০টি বস্তায় প্রতিটিতে ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম করে চাল কম থাকায় মিলের ম্যানেজার মিজানুর রহমানকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে চাল নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তৎপর রয়েছে। ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে পৃথক অভিযানে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

/টিটি/