হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হেরোইন রাখার দায়ে আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য জানিয়ছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে একটি টিম আরশেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তা দেহ তল্লাশি করে ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। ওই ঘটনায় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্যের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির তদন্ত শেষে ২০২২ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট আটজন সাক্ষ্য দেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হেনা কবির।