সরকারি কাজে বাধা দেওয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড

সরকারি কাজে বাধা দেওয়ায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ের চার নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তার হোসেনকে (৩৬) দুই মাসের করাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে ইউনিয়নের রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুক্তার হোসেন রায়কালী খাঁ পাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইউএনও হাবিবুল হাসান রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেন মুক্তার হোসেন। তিনি ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর কারাগারে পাঠানো হয়।

হাবিবুল হাসান বলেন, ‌‘ইউপি সদস্য মুক্তার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দিয়েছেন এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ কারণে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তাকে বিকালেই জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মুক্তারের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের মামলা হয়েছিল। তাকে উদ্ধার ও আসামি মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে জামিন পেয়েছিলেন।