ভাত রান্না নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় স্বামীর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় দেরিতে ভাত রান্না করা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় আবদুর রহিম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ধামাচামা গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

এদিকে, আবদুর রহিমকে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তৃতীয় স্ত্রী বিউটি বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। আবদুর রহিম বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছয় বছর আগে শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে বিউটি বেগমকে তৃতীয় বিয়ে করেন আবদুর রহিম। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝেমাঝে ঝগড়া-বিবাদ হতো। রবিবার সকালে বিউটিকে ভাত রান্না করতে বলেন রহিম। কিন্তু সকালের রান্না দুপুরে করায় স্ত্রীকে মারধর করেন তিনি। এ সময় আবদুর রহিমের মৃত্যু হয়। খবর পেয়ে স্বামীকে হত্যার অভিযোগে বিউটিকে আটক করেন রহিমের স্বজনরা। বিকাল ৩টার দিকে আবদুর রহিমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সেইসঙ্গে বিউটিকে আটক করা হয়।

আবদুর রহিমের প্রথম স্ত্রীর মেয়ে রোজিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘সৎমা বিউটি বেগম আমার বাবাকে হত্যা করেছেন। এর আগেও হত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় হত্যা মামলা করবো আমরা।’ 

তবে অভিযোগ অস্বীকার করে বিউটি বেগম বলেন, ‘দেরিতে ভাত রান্না করায় ঝগড়ার একপর্যায়ে আমাকে মারধর করেন আবদুর রহিম। এ সময় মাটিতে পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুর রহিমের তৃতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। তার শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।’