পাঁচবিবি পৌরসভা নির্বাচন

৫ প্রার্থীকে হারিয়ে নৌকা জয়ী, জামানত বাজেয়াপ্ত ৪ জনের

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে পাঁচ প্রার্থীকে হারিয়ে জিতেছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ভোট গণনা শেষে বুধবার (২৭ জুলাই) রাত ৮টায় নির্বাচনি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

ঘোষিত ফল অনুয়ায়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৭ হাজার ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা কম্পিউটার প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪৫০ ভোট।

পাঁচবিবি পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একজন আওয়ামী লীগের অপর পাঁচ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল আলম জগ প্রতীকে ৬২৩, মো. মুনসুর রহমান মন্ডল মোবাইল ফোন প্রতীকে ৪১৮, মো. মাহমুদুল হাসান নারিকেল গাছ প্রতীকে ২৯০, মো. শামীম হোসেন রেল ইঞ্জিন প্রতীকে ৫০২ ভোট পেয়েছেন। ভোটের হিসাবে এ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশের কম পেলে যে কোনও প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ভোটের হিসাবে হাবিবুর রহমান হাবিব ও সাবেকুন নাহার শিখা ছাড়া বাকি চার জনের জামানত বাজেয়াপ্ত হবে।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৯, তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ২১ হাজার ৯১ জন। এর মধ্যে ১০ হাজার ২৬০ পুরুষ ও ১০ হাজার ৮৩১ জন নারী।

সীমানা জটিলতার মামলায় ২০১১ সালের পর আর নির্বাচন হয়নি পৌরসভায়। দীর্ঘ সাড়ে ১১ বছর পর বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা ইভিএমে ভোট দিয়েছেন।