অপহরণের ৩ মাস পর কলেজছাত্রী উদ্ধার

বগুড়ার আদমদীঘি থেকে কলেজছাত্রীকে অপহরণের সাড়ে তিন মাস পর বুধবার (২৮ জুলাই) রাতে ঢাকার টিকাটুলি থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে একমাত্র আসামি আলী আকবর বাবুকে (২০)। 

মামলার এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, আলী আকবর বাবু ঝালকাঠির কাঁঠালিয়ার লতাবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। ফেসবুকে তার সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ছাত্রী। পথে বাবুসহ ৩/৪ জন সঙ্গী ওই ছাত্রীকে ‘অপহরণ’ করে নিয়ে যান। ১৬ এপ্রিল ছাত্রীর বাবা আদমদীঘি থানায় অপহরণ মামলা করেন। পুলিশ গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে ঢাকার টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও বাবুকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তারা আদালতের মাধ্যমে বিয়ে করেছেন। বৃহস্পতিবার জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। একইসঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে আদালত আসামিকে কারাগারে ও ভুক্তভোগীকে পরিবারের জিম্মায় দিয়েছেন।