‘তারেক জিয়া দুর্নীতিতে অনার্স, মানি লন্ডারিংয়ে মাস্টার্স করেছেন’

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। তার বদৌলতেই আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে খ্যাতি পেয়েছে। অপরদিকে, খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া দুর্নীতিতে অনার্স আর মানি লন্ডারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তাদের কারণে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।’

শনিবার (৩১ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া শহর রক্ষা বাঁধ, রবীন্দ্র সরোবর, নজরুল সরোবর ও জীবনানন্দ সরোবর উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নায়ক আর খলনায়ক কখনো এক হতে পারে না উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি আগুন সন্ত্রাস দল হিসেবে বিশ্বে পরিচিত। কেননা ২০১৪ সালে তারা দেশে বোমা মেরেছিল, গাড়িতে আগুন দিয়েছিল। ২০১৮ সালে মনোনয়ন বাণিজ্য করেছে। নিজ দলের নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে সকালে একজনকে আবার বিকালে অন্যজনকে মনোনয়ন দিয়েছে তারেক জিয়া।’

তিনি দাবি করেন, ‘বিএনপির শাসনামলে পুলিশি নির্যাতনে বাড়িতে থাকতে পারেনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। কারণ তখন ছিল পুলিশি রাষ্ট্র। পুলিশের ভয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে দিনের পর দিন রাতের পর রাত অন্যের বাড়িতে থাকতে হয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনার নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলখানায় থাকার কথা ছিল। অথচ প্রধানমন্ত্রীর দয়ায় এখন বাড়িতে বসবাস করছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের অগ্রদূত ও বিশ্বনেতা আখ্যা দিয়ে এই উপমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা মানে উন্নয়ন, অগ্রগতি। আগে আমরা বলতাম শেখ হাসিনা, আওয়ামী লীগের জন্য অপরিহার্য। এখন সবাই বলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য।’