ধুনট ছাত্রলীগের সা. সম্পাদকের বিরুদ্ধে ছাত্রীকে অপহরণের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীর বাবা ধুনট থানায় ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ বুধবার (১০ আহস্ট) বিকালে বগুড়ার আদালত এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি। 

সদর থানার ওসি সেলিম রেজা ভিকটিমকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল সালেহ স্বপন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। ধুনট সদরপাড়ার এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার বিকালে তিনি বাড়ির কাছে রাস্তায় পায়চারি করছিলেন। সরকারপাড়ার দিকে গেলে ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। মঙ্গলবার রাতে ছাত্রীর বাবা এ ঘটনায় ধুনট থানায় স্বপনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর স্বপন ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। 

তবে তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেছেন, ‘আমার বউ আমি নিয়ে গেছি। অপহরণ করা হয়নি’।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কলেজছাত্রীকে অপহরণে জড়িত ছাত্রলীগ নেতা স্বপন ও অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

সদর থানার ওসি সেলিম রেজা জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ধুনটে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।