মাদক মামলায় আসামির যাবজ্জীবন 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে তিন লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০ গ্রাম হেরোইন জব্দের ঘটনায় একজনের যাবজ্জীবন ও অপর আসামিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।

কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শওকত হোসেন ওরফে শাখাওয়াত জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে এবং সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত মো. সারভিস বকশীগঞ্জের মিয়াপাড়ার ইংকু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জানুয়ারি মানিকপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী  যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় শাখাওয়াতের কাছ থেকে ৩০ গ্রাম এবং সারভিসের থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। ওই ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। তবে আসামি সারভিস পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।