স্ত্রীর জন্য রক্তদাতা খুঁজে ফেরা হলো না দুরুল হুদার 

শিশুকাল থেকে থ্যালাসেমিয়ায় ভুগছেন দুরুল হুদা সাগরের (৪৫) স্ত্রী। দুই মাস পর পর তার শরীরে রক্ত দিতে হয়। সময় হয়ে আসায় বুধবার (১৭ আগস্ট) সকালে রক্তদাতার সন্ধানে মোটরসাইকেল নিয়ে বের হন দুরুল হুদা। কিন্তু রক্তদাতা খুঁজে আর ফিরতে পারেননি। 

দুপুর সাড়ে ১২টায় নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় ট্রাকচাপায় দুরুল হুদা নিহত হয়েছেন। তিনি প্রশিকা মানবিক উন্নয়নকেন্দ্রের কর্মকর্তা। বাগাতিপাড়া উপজেলার তমালতলা অফিসের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

সাগরের সহকর্মী মোতাহার হোসেন বলেন, ‘১২ বছর ধরে বাগাতিপাড়া শাখায় কাজ করেছেন তিনি। পরিবার নিয়ে তমালতলায় থাকতেন। তাদের একটি ছেলে রয়েছে। সে রাজশাহী পলিটেকনিকে পড়াশোনা করে। আজ সকালে অফিস থেকে মৌখিক ছুটি নিয়ে স্ত্রীর জন্য রক্তদাতার খোঁজে শহরে যান দুরুল হুদা। দুপুরে খবর আসে, তিনি দুর্ঘটনায় মারা গেছেন।’

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, মোটরসাইকেল ধীরে চালিয়ে রাস্তার পাশ দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন সাগর। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে অতিক্রম করতেই মোটরসাইকেলের হ্যান্ডেলে ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে যান তিনি। এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।