ধানক্ষেতে পড়েছিল হত্যা মামলার আসামির লাশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আখের উদ্দিন (৩৫) নামে একজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে আখের উদ্দিন। তিনি বালুর ব্যবসা করতেন। হত্যাসহ ৮-১০ মামলার আসামি বলে জানা গেছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেতে আখের উদ্দিনের গলাকাটা লাশ পড়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে নন্দীগ্রাম থানায় খবর দেন। পরে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশের পাশে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও হেলমেট পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, বালু ব্যবসায়ী আখেরের বিরুদ্ধে হত্যাসহ ৮-১০ মামলা বিচারাধীন রয়েছে।