একই জায়গায় আ.লীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একই জায়গায় একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন ইস্যুতে বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বিকাল ৩টায় সমাবেশ আহ্বান করেছে বুড়ইল ইউনিয়ন বিএনপি। অপরদিকে একই সময় ও জায়গায় জাতীয় শোক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। তারা সকাল থেকেই ওই স্কুল মাঠে সমাবেশের প্রস্তুতি নিতে থাকে। এতে সহিংসতার শঙ্কা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত স্কুল মাঠ ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। সেখানে কোনও পক্ষকেই সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। সকাল থেকে স্কুল মাঠে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, তারা বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় কর্মসূচি ঘোষণা করেন। এ ব্যাপারে গত তিন দিন আগে থানার ওসিকে অবহিত করা হয়। এছাড়া বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতারা একই সময় ও জায়গায় পাল্টা সমাবেশ ডাকে। এ কারণে তাদের কর্মসূচি বাতিল করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা জানান, জাতীয় শোক দিবসে মাসব্যাপী কর্মসূচি চলছে। ওই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আগেই কর্মসূচি দিয়েছিল। বিএনপি হঠাৎ করে পাল্টা সমাবেশ ঘোষণা দেওয়ায় প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করেছে। তাই তারাও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনও কর্মসূচি পালন করছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত জানান, সহিংসতা এড়াতে বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।