এক এলাকার ডিলার অন্য এলাকায় মজুত করেছেন ১৬০০ বস্তা সার

নাটোরের এক এলাকার ডিলার অন্য এলাকায় মজুত করেছেন এক হাজার ৬০০ বস্তা সার। এজন্য ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে ওই ডিলারকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল। দণ্ডপ্রাপ্ত সার ডিলারের নাম আব্দুস সোবহান। তিনি উপজেলার খুবজিপুর এলাকার সারের ডিলার।

সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বলেন, ‘শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁচকৈড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন একটি সার গোডাউন থেকে এক হাজার ৬০০ বস্তা সার জব্দ করা হয়। পরে ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি খুবজিপুর এলাকার সারের ডিলার। তিনি চাঁচকৈড় বাজার এলাকায় এক হাজার ৬০০ বস্তা সার মজুত করেছেন। সারগুলো খুবজিপুরে নিয়ে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়েছে।’