চোরাকারবারিদের হামলায় বিজিবি কর্মকর্তাসহ আহত ২

নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিরদের হামলায় বিজিবির বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ দুই জন আহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে ধামইরহাট উপজেলায় বস্তাবর-ভারতীয় সীমান্তের শাখাহাটি বাজারে এই ঘটনা ঘটে।

ঘটনার পর মজিবর হোসেনকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকালে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেকজন বিজিবির সোর্স তারেক মিয়াকে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক বিজিবি সদস্য মোতায়ন করার পাশাপাশি হামলাকারিদের আটকের অভিযান চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাোলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন জানান, বিজিবির সোর্স তারেক হোসেন গোপনে জানতে পারেন, ধামইরহাট সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে আসছে। এরপর বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন ভোরে  ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বিজিবি সদস্যরা চোরাকারবারিদের আটকের চেষ্টা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে পালিয়ে যায় চোরাকারবারিরা। হামলায় মজিবর হোসেন ও তারেক আহত হয়েছেন। মজিবর হোসেনের অবস্থায় গুরুতর হওয়ায় সকালে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আর তারেককে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা হলে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।