ভটভটির ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বগুড়ার আদমদীঘি উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় জুনায়েদ হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ পার্শ্ববর্তী নওগাঁর রাণীনগর উপজেলার মধুপুর গ্রামের বাবু মিয়ার ছেলে। বাবু আদমদীঘি বাজারে কাঁচামালের ব্যবসা করেন রাণীনগর উপজেলা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবার সঙ্গে দোকানে আসে জুনায়েদ। দুপুর সাড়ে ১২টার দিকে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। পথচারীরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ভটভটি জব্দ করা হলেও চালককে পাওয়া যায়নি। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।