কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন

নওগাঁর বদলগাছীতে কৃষক উজ্জল হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেকের ২০ হাজার টাকা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, আসামিরা ২০১৩ সালে নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা কৃষক উজ্জলকে শত্রুতার জেরে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর তার চাচা মাজাহারুল দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ ১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও পর্যালোচনা করে নওগাঁ বুধবার (২৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই আদেশ দেন।

১৩ আসামির মধ্যে তিন জনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ১০ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এই  রায়ে বাদী ও সরকারি কৌঁসুলি সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।