‘সিরাজগঞ্জ শিল্প পার্কে প্লট নিতে প্রস্তুত দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলো’

সিরাজগঞ্জে ৪০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে সর্বমোট ৮২৯টি কারখানা স্থাপন হবে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, ‘দেশের নামী-দামী প্রতিষ্ঠান এখানে আসবে। এতে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘যেকোনও কারণেই হোক, প্রকল্পটি দেরি হয়ে গেছে। আশা করছি, আগামী জুনের মধ্যে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে জমির প্লট নিতে প্রস্তুত। তারা আসলে আরও বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি হবে।’ 

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের চেয়ারম্যান মুহা মাহবুবুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।